Image description
 

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষের আস্থার নাম হচ্ছেন তিনি।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের বিনা ভোটের সাবেক এমপি সিদ্দুকুর রহমান পাটোয়ারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

দুলু বলেন, বাংলাদেশের বিশ্বাস যে মানুষটার দিকে এদেশে ২০ কোটি মানুষ অপেক্ষা করেছিল সে নামটা হচ্ছে তারেক রহমান। সব প্রপাগান্ডা, আলোচনা, সমালোচনার সমাপ্তি ঘটিয়ে আজকে বাংলাদেশের মানুষ একটা জায়গায় যেতে চায়। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীকের নাম হচ্ছে তারেক রহমান। শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।

 

এ সময় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেলসহ বিএনপির নেতারা।