ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী ব্যয় নির্বাহে তিনি ঋণ নেওয়ার কথাও উল্লেখ করেছেন।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, রুমিন ফারহানার কাছে নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ রয়েছে প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে তিনি নির্বাচনী ব্যয় হিসেবে ২০ লাখ টাকা খরচ করবেন। পাশাপাশি তিনি প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা ধার নেবেন বলে উল্লেখ করেছেন।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনড় রয়েছেন।
হলফনামা অনুসারে, সুপ্রিম কোর্টের এই আইনজীবীর বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে তার মালিকানায় চট্টগ্রামে পাঁচ কাঠা জমি এবং ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি তার কাছে রয়েছে ১০ ভরি স্বর্ণ।
২০১৯ ও ২০২৫ সালে দাখিল করা দুটি হলফনামা তুলনা করে দেখা যায়, এই সময়ে রুমিন ফারহানার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণেরও বেশি। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।