Image description

ডামুড্যায় ওষুধ ও বিকাশ ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন মল্লিক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত গ্রেপ্তার হওয়া সোহাগ খান, রাব্বি মোল্যা ও পলাশ সরদারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডামুড্যা থানার ওসি মোহাম্মদ রবিউল হক মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, ‘আসামিদের আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদেরকে আজ ও আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আবার আদালতে নেওয়া হবে।