চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক রবিউল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিউল ইসলাম (৩৫) সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিএসএফের বরাত দিয়ে ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, রবিউল মৃগী রোগী ছিলেন। শনিবার রাতে চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর রোববার ভোরে নদী থেকে খালি শরীরে বিএসএফের হাতে আটক হন তিনি। বিএসএফের ক্যাম্পে নিয়ে গেলে হঠাৎ খিঁচুনি শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, রোববার রাতে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে অসুস্থ হয়ে রবিউল মারা গেছেন বলে জানায় বিএসএফ সদস্যরা। রবিউল ইসলাম মৃগী রোগী ছিলেন এ কথা তার পরিবারও জানিয়েছেন।
কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ভারতে মৃত রবিউল ইসলামের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এরপর তাকে ফেরত দেওয়া হবে। সঠিক সময় জানানো হয়নি।