বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন। নির্বাসিত হওয়ার পর আগামী ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বগুড়ায় আসছেন তিনি। বগুড়ায় রাত যাপন করে পরদিন ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় দলীয় চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে এক দোয়া মাহফিলে অংশ নেবেন। পরদিন তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বিষয়টি নিশ্চিত করেন।
দোয়া মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন জেলা নেতারা। এর পর পরই তারেক রহমান আনুষ্ঠানিক নির্বাচনের কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।
ইতিমধ্যে তার আগমনে জেগে উঠেছে জেলার প্রত্যন্ত গ্রামগুলো। তার আগমনে শহরজুড়ে পরিচ্ছন্নতা সম্পন্ন হয়েছে। রাস্তাগুলোর সংস্কারের সঙ্গে সঙ্গে জেলা বিএনপির কার্যালয়ে তার বসার নির্ধারিত কক্ষটিও সাজানো হয়েছে। ইতিমধ্যে কাজটি পরিদর্শন করেছেন স্থানীয় নেতারা। মূলত এই ভবনে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর অফিস রয়েছে। বগুড়া নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে, এত দিন যে রুমটি তারেক রহমানের বসার জন্য বরাদ্দ ছিল, তা ব্যবহার হয়নি। জেলা বিএনপির অফিসের ঠিক মাঝখানের রুমটি তার নির্ধারিত বসবার স্থান। রুমের ওপরে লেখা তারেক রহমানের নাম।
এখানে প্রতিদিন শত শত নেতাকর্মীর ভিড় লেগেই থাকে। তারেক রহমানের আগমনের খবরে সারা শহরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সব মিলে নেতাকর্মীর পাশাপাশি জনসাধারণও উৎফুল্ল। তার জন্যই সাজসাজ রব পড়ে গেছে।
এদিকে বগুড়া পৌরসভার উদ্যোগে দীর্ঘ সময় অযত্ন ও অবহেলায় পড়ে থাকা শহরের শাকপালা মোড়ের পার্কের সংস্কার শুরু হয়েছে। যা সাধারণ মানুষ প্রবেশের অনুপোযোগী হয়ে পড়েছিল। গত ৩০ নভেম্বর থেকে পার্কটির সংস্কারকাজ শুরু হয়ে এখনো চলমান রয়েছে। দু-একদিনের মধ্যে যা দৃষ্টিনন্দন হবে।
এরই মধ্যে শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়িটি নতুন সাজে সজ্জিত। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি ২০০০ সালে সংস্কার করে ‘গ্রিন এস্টেট’ হিসেবে গড়ে তোলেন তারেক রহমান। তিনি ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৬ বছর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মাঝে মধ্যেই বাড়িটিতে অবস্থান করতেন বলে জানা গেছে। নির্বাচনি প্রচার চালাতে ও নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে এবারও এ বাড়িতেই অবস্থান করবেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
বগুড়া শহরের সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা প্রায় তিন বছর খানাখন্দকে ভরা থাকলেও এত দিন সংস্কার করা হয়নি। তা এখন জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলীতে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ২০০১ সালে বগুড়ার গাবতলী থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল আমার দেশকে বলেন, ‘বগুড়াবাসীর দীর্ঘ ১৯ বছর প্রতীক্ষার পর তারেক রহমান বগুড়ায় আসছেন।’
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ‘তারেক রহমান ১২ জানুয়ারি মহাস্থানের মাজার শরিফ জিয়ারত করবেন।’