Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার প্রতীকের সাইজ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। একই সঙ্গে প্রতীক হিসেবে প্রচারে জীবন্ত প্রাণীও ব্যবহার করা যাবে না।

রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ৩ মিটারের বেশি হওয়া যাবে না।

তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।