Image description

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, তাদের রক্ত যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের সঙ্গে বেঈমানি করা হবে। আমাদের পাশের দেশ ভারতের মতো একটা বিশাল শক্তি প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। যতই ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বই, ইনশাআল্লাহ।’

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান পরবর্তীতে সব রাজনৈতিক দলকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। একেক দলের একেক রকম মতাদর্শ বা রাজনীতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার সামনে মূল বিষয়টা হওয়া উচিত বাংলাদেশ।’

তিনি আরা বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও স্থিতিশীল এক বাংলাদেশ দেখতে চায়।

সুখী-সমৃদ্ধশালী এক বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় এই দেশে অস্থিরতা সৃষ্টি করে রাখা হয়েছে। তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
আগামীর বাংলাদেশ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে।

উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকতে দেওয়া হবে না। দেশে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না। এ দেশ হবে সত্যিকারের স্বপ্নের এক সোনার বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে জামায়াতের প্রতিটি কর্মীকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাবেক জিয়ানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী, উপজেলা যুব বিভাগের সহসভাপতি মো. শামিম আহমেদ, ওবায়দুল্লাহসহ প্রমুখ।