ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে জারাকে ফোন করছেন বলে জানিয়েছেন তিনি। তাদের আশ্বস্ত করে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৫টা ২ মিনিটে দেওয়া সেই পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।
মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছি।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকবেই। সেই আইনের প্রয়োগ হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান।
যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, তখন ছোটখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
আমরা আজকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছি। আপনাদের পছন্দের প্রার্থী হয়ে আমি মাঠে থাকতে শেষ পর্যন্ত লড়ে যাব। আপনাদের সঙ্গে কথা বলতে আজ মুগদার এই পয়েন্টগুলোতে থাকছি।
বিকেল ৪টা : ওয়াপদা কলোনি মেইন গেট বিকেল ৫টা : মামা-ভাইগ্না গলি সন্ধ্যা ৬টা : বাশার টাওয়ার সন্ধ্যা ৭টা : মদিনাবাগ

হাতে সময় থাকলে চলে আসুন। দেখা হবে।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।