Image description

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ রিমন এবং সেক্রেটারি হয়েছেন মো. রাসেল মিয়া।

বুধবার (৩১ ডিসেম্বর) নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

 

পোস্টে বলা হয়, বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও সাথীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।

সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল্লাহ রিমনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। এ সময় তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরে সদস্য ও সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে মো. রাসেল মিয়াকে মনোনীত করেন।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য দায়িত্ব পাওয়া শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন দৈনিক যুগান্তরকে বলেন, ছাত্রশিবির এখন আর কেবল নিজস্ব কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ কোনো সংগঠন নয়; বরং ছাত্রকল্যাণে ধারাবাহিক ও বাস্তব উদ্যোগের মাধ্যমে এটি সর্বস্তরের শিক্ষার্থীর হৃদয়ের সংগঠনে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে গুরুদায়িত্ব আমার ওপর ন্যস্ত করা হয়েছে, তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি–এই প্রত্যাশায় মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করছি এবং সবার দোয়া প্রার্থনা করছি।

নবনির্বাচিত সেক্রেটারি মো. রাসেল মিয়া বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছর নিয়মিতভাবে বার্ষিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন করে থাকে। প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে থেকে আমরা এ দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করি। আমার ওপর যে আমানত ন্যস্ত করা হয়েছে, তার যথাযথ হক আদায় করতে যেন সক্ষম হই–এই প্রত্যাশায় সবার কাছে দোয়া কামনা করছি।