Image description
‘হ্যাপি নিউ ইয়ার’ সংস্কৃতি গ্রহণের মাধ্যমে অনেক মুসলিম তরুণ তাদের ধর্মীয় ঐতিহ্য ও পরিচয় থেকে দূরে চলে যাচ্ছে দাবি করে জনপ্রিয় দায়ী আলেম মাওলানা তারিক জামিল বলেছেন,আল্লাহর প্রতি কৃতজ্ঞতার সিজদার মাধ্যমে মুসলমানের নতুন বছর শুরু হওয়া উচিত। আল্লাহ তায়ালা মৃত্যু না দিয়ে আরও একটি বছর বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, এই উপলব্ধি নববর্ষের মূল অনুভূতি হওয়া উচিত। 
 
তার মতে, ইসলামী আত্মিক মূল্যবোধের কেন্দ্রে রয়েছে আল্লাহর আনুগত্য। পাপের মাধ্যমে রাত কাটানোর বদলে ইবাদতে রাত অতিবাহিত করা একজন মুমিনের মূল কতর্ব্য হওয়া উচিত।
 
মাওলানা তারিক জামিল মনে করেন, নববর্ষের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা উচিত। নবীজি যেভাবে উম্মতের জন্য কেঁদেছেন, নববর্ষে যারা গুনাহে লিপ্ত, তাদের হেদায়াতের জন্য কান্না ও দোয়ার মাধ্যমে নববর্ষ পালন করা একজন প্রকৃত মুসলিমের পরিচয়।
 
তিনি আরও বলেন, নতুন বছর উদযাপন করতে গিয়ে অনেকে মদ পান করেন, অথচ ঈমান ও মদ এক দেহে একসঙ্গে থাকতে পারে না। কেউ যখন মদ্যপান করে বা জিনায় লিপ্ত হয়, তখন তার ঈমান সরে যায়। তিনি বলেন, যদি কেউ এই ধরনের উদযাপনের মধ্যেই মৃত্যুবরণ করে, তাহলে সে ঈমানহীন অবস্থায় দুনিয়া ছেড়ে যেতে পারে।
 
তিনি আরও বলেন, যারা গুনাহের মাধ্যমে নতুন বছর শুরু করে কাটায়, তাদের মানবিকতা লোপ পায়। কারণ, পাপাচারে লিপ্ত হলে মানুষ আর মানুষ থাকে না, বরং পশুর পর্যায়ে নেমে যায়।
 
ঈমানকে এক পবিত্র অতিথির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ধোঁয়ায় ভরা ঘরে যেমন কোনো সম্মানিত অতিথি থাকতে পারে না, আলো ও অন্ধকার যেমন একসঙ্গে থাকতে পারে না, ঠিক তেমনি পশ্চিমাদের উচ্ছৃঙ্খল উৎসবে মেতে থাকা এবং একইসঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।