Image description
 

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন যমুনা গ্রুপ চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম। 

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের যুগ্ম সম্পাদক বি এম জাহাঙ্গীর।  

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হারিয়ে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তার জন্য যতটুকু সময় বরাদ্দ রেখেছিলেন তিনি সেসময়ের মধ্যে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন। উনি এতো কীর্তি রেখে গেছেন যা দেখলে মনে হয়, আল্লাহ উনাকে মানবসেবার জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই সমাজে মানুষের কত কষ্ট, তিনি সেগুলো দেখেই জাতিকে কিছু দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন।   

খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে যমুনা গ্রুপ চেয়ারম্যান বলেন, পদে পদে কষ্টের মধ্য দিয়ে খালেদা জিয়াকে যেতে হয়েছে।কিন্তু তিনি পিছপা হননি। সামনের দিকে এগিয়েছেন, কারণ তিনি ছিলেন আপসহীন। তিনি জনগণের জন্য যেসব কাজ করেছেন, যেসব নির্দেশনা দিয়েছেন— একজন নারী হিসেবে উনার কারণে আমি গর্ববোধ করি। তিনি যেসব কাজ করে গেছেন বা নির্দেশনা দিয়েছেন সেগুলো আমিও মনে মনে ভেবে সে পথে হেঁটেছি। তিনি আমাদের মধ্যে থাকবেন, আমি মনে করি সবসময় ছায়া হয়ে তিনি আমাদের পাশে থাকবেন। 

নারীশিক্ষার প্রসারে খালেদা জিয়ার অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। সালমা ইসলাম বলেন, এ পৃথিবী যতদিন থাকবে ততদিন নারী শিক্ষার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি একজন নারী হিসেবেই নারীদের মর্যাদায় কাজ করেছেন। আজ তিনি আমাদের মধ্যে থাকলে কত ভালো হতো, তার আদর্শকে সামনে রেখে আমরা কাজ করে যাব।

বেসরকারি খাত প্রসারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, দেশের ব্যবসা-অর্থনীতি সম্প্রসারণে তিনি অসামান্য অবদান রেখেছেন। তার নির্দেশনা অনুসরণ করে আমাদের সমাজে যারা ব্যবসা করেন তারা এ খাতকে এগিয়ে নেবেন বলে আমি প্রত্যাশা করি।