Image description
 

নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া কিশোর মাহফুজ (১৭) মদন পৌরসভার মিতালি রোড এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে। সে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) একই মামলায় কায়েস নামে আরেক কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। কায়েস উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার সাসতন মিয়ার ছেলে।

এ ছাড়া তদন্তের স্বার্থে মাহফুজের ছোট বোন মাহফুজা আক্তার ইভা (১৩)-কে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিহত শাওন ও গ্রেপ্তার মাহফুজ একই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। পরে শাওন মাহফুজের বোনের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করলে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি হাসনাত জামান বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রেম সংক্রান্ত বিরোধ থেকে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূল ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।”

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় শাওন। অনেক খোঁজাখুঁজির পর ২৯ ডিসেম্বর সকালে কদমশ্রী হাওরের একটি কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আওলাদ হোসেন ভূইয়া বুধবার অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শীর্ষনিউজ