Image description
 

রাষ্ট্রীয় শোক দিবসের দিনে ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজে বিদায়ি অধ্যক্ষ মো. ফজলুল হক খানকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বিদায় জানানো হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

 

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকারিভাবে বুধবার ছিল রাষ্ট্রীয় শোক দিবস। সেই দিনে কলেজে জমকালো বিদায়ি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষকে লাল গালিচায় চড়া, ফুল ছিটিয়ে বিদায় জানানো, কলেজের স্কাউটবৃন্দের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং তোরণ নির্মাণসহ পুরো সংবর্ধনাস্থল ফুল দিয়ে সাজানো হয়।

সংবর্ধনা আয়োজনকে কেন্দ্র করে ফরিদপুরজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও তীব্র নিন্দার ঝড় দেখা দিয়েছে। সংবর্ধনার আয়োজনকারী শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “রাষ্ট্রীয় শোক দিবসে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারাই এই অনুষ্ঠান আয়োজন করেছে, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”