ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৫১টি রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে বিএনপি সর্বাধিক ৩০০ আসনে ৩৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৭৬ জন এবং জাতীয় পার্টির (জাপা) ২২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগের শরিকসহ মোট ৮টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না।
মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
ইসির তথ্যমতে, অন্যান্য দলের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২৪, জাতীয় পার্টি (জেপি) ১৩, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬৫, গণতন্ত্রী পার্টি ১, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৭, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ৩১, জাকের পার্টি ৭, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৪১, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ৩, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১, বাংলাদেশ মুসলিম লীগ ১৪, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ২৩, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৫, গণফোরাম ২৩, গণফ্রন্ট ৬, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ১, বাংলাদেশ জাতীয় পার্টি ৫, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ২২, বাংলাদেশ কল্যাণ পার্টি ৩, ইসলামী ঐক্যজোট ৩, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২৭, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৩, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৭, খেলাফত মজলিস ৬৮, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ৭, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ২০, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ৯, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ৮, বাংলাদেশ কংগ্রেস ১৮, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ৪২, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ৯, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ২১, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৫৩, গণঅধিকার পরিষদ (জিওপি) ১০৪, নাগরিক ঐক্য ১১, গণসংহতি আন্দোলন ১৮, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) ৯, বাংলাদেশ লেবার পার্টি ১৯, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ১৩, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৪, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ৩০, জনতার দল ২৩, আমজনতার দল ১৭, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ১, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছে ৪৭৮ জন।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী মোট মনোনয়নপত্র দাখিলের সংখ্যা ২ হাজার ৫৬৯টি। এর আগে ইসি প্রথমে মোট মনোনয়নপত্র দাখিলের সংখ্যা ২ হাজার ৫৮২টি এবং দ্বিতীয়বার ২ হাজার ৫৭০টির তথ্য জানায়। ভুল তথ্যের ব্যাখ্যায় ইসি বলছে, একই প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক জায়গায় মনোনয়নপত্র দাখিল করায় তথ্যের গরমিল সৃষ্টি হয়েছিল।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। নিবন্ধন স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ইসির নিবন্ধিত যেসব দলগুলো মনোনয়নপত্র দাখিল করেনি সেগুলো হলো- বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।
ইসির ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।