২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আহত শফিকুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই আন্দোলনের দেড় বছর পর তাঁর মৃত্যু হল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তাঁর বাড়ি ময়মনসিংহের হলুয়াঘাটে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জুলাই রেভল্যুশনারি এলায়েন্স নামের একটি সংগঠন এ তথ্য নিশ্চিত করেছে।
ফেসবুকের এক পোস্টে জুলাই রেভল্যুশনারি এলায়েন্স বলছে, হলুয়াঘাটের এক আহত জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন আজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় প্রায় দেড় বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে শহীদ হিসেবে কবুল করুন।
পোস্টে আরও বলা হয়, দেড় বছর পেরিয়ে গেলেও শহীদের তালিকা দীর্ঘই হচ্ছে। এই মৃত্যুর দায় এড়ানো যায় না—হাসিনার হত্যার যন্ত্র এখনো থামেনি।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। পাশাপাশি অনেকেই ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেছেন। ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম শোক প্রকাশ করে ফেসবুকে লেখেন, আজ হলুয়াঘাটের এক আহত জুলাই যোদ্ধা, শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় প্রায় দেড় বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে শহীদ হিসেবে কবুল করুন।