বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসহীন নেত্রী ছিলেন। এটি তার রাজনৈতিক সংগ্রামের প্রতিটি পদক্ষেপেই তিনি প্রমাণ করেছেন। তিনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। বড় প্রতিবেশীর কাছে দেশের জন্য আপস করেননি।
এ জন্য অনেক সময় তাকে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইয়ে সই করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মোহাম্মদ তাহের বলেন, আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ ও প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তের কথা যদি হিসেব করি তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।
তিনি যখন অসুস্থ হয়েছিলেন পুরো জাতি দল-মত-নির্বিশেষে তার সুস্থতার জন্য ঐক্যবদ্ধ হয়ে দোয়া করেছিলেন।
তিনি বলেন, প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু বেগম খালেদা জিয়া এমনভাবে মৃত্যুবরণ করেছেন, সবচেয়ে বেশি সম্মান নিয়েই তিনি মারা গেলেন। সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন।
রাজনীতিকালীন তিনি সফল এবং মৃত্যুকালীনও তিনি সফল।