Image description

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ আহত সাত জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার থাইল্যান্ডে পাঠাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

গতকাল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের উপসচিব মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এবিষয়ে জানা যায়।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে সকাল সোয়া ১১ টায় থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা। এসময় তাদের সঙ্গে থাকবেন প্রত্যেকের একজন করে পরিবারের সদস্য।

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন মো. সুজন মিয়া, শেখ মোহাম্মদ শান্ত, মো. শাকিল, মো. লিটন, আলী হোসেন, মো. মিজান মিয়া ও মো. হামিদুল সরকার। বিদেশে চিকিৎসা চলাকালীন প্রত্যেককে সহায়তা করার জন্য তাদের সঙ্গে থাকবেন একজন করে পরিবারের সদস্য।