Image description

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে। ফ্যাসিস্ট, সন্ত্রাসী ও দৃস্কৃতিকারীদের রাজনৈতিক দলগুলোতে আশ্রয় না দেয়ার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, এই মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছে। হত্যার সাথে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।