Image description
 

চট্টগ্রামে জামায়াতের ইসলামীর তিন নেতাসহ ৪টি আসনে ৮জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

 

বৃহস্পতিবার জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, একই আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হুসাইন মুহাম্মদ শাহজাহান।

 

অপরদিকে চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।

 

চট্টগ্রাম ৬ (রাউজান) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মুহাম্মদ শাহজাহান মঞ্জু। এই আসনে অন্য দলের মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আব্দুল হামিদ চৌধুরী ও বিএনপি নেতা জসিম উদ্দীন শিকদার মনোনয়ন পত্র নিয়েছেন।

 

আর চট্টগ্রাম -৫ (হাটহাজারী) থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর আব্দুল বারেক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম ১১ (বন্দর-পতেঙ্গা) আসনে এবি পার্টির হয়ে মোহাম্মদ লোকমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

ত্রয়োদাশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।