Image description

দীর্ঘ প্রায় দেড় দশক পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের কয়েকজন নেতাকর্মী।

 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নিতে সড়কপথে রওনা হন। লাল-সবুজে সাজানো বিশেষ বাসে করে যাওয়ার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মীরা তাকে হাত নেড়ে অভ্যর্থনা জানান। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তিনি সংবর্ধনার মঞ্চে পৌঁছে লাখো মানুষের উদ্দেশে বক্তব্য দেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, যেমন করে ১৯৭১ সালে দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালেও সব শ্রেণির মানুষ একসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি বলেন, আজ দেশের মানুষ আবার কথা বলার অধিকার এবং গণতন্ত্র ফিরে পেতে চায়।

 

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বক্তব্যের প্রশংসা করছেন। প্রশংসাকারীদের তালিকায় যুক্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণিও।

 

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি লেখেন, “আজ এ দেশের মানুষ চায়…”—এই কথাটা যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিধলো। কী যে এক মুগ্ধতা চারদিকে ছড়িয়ে পড়ল! সবার জীবনে শান্তি নেমে আসুক—আর কিছু চাওয়ার নেই।”