নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া খেলার আয়োজনের খবরে অভিযান চালিছে উপজেলা প্রশাসন। এসময় একটি ষাঁড় জব্দ করা হয়। পরে ষাঁড়টি নিলামে বিক্রি করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া থানা প্রাঙ্গণে জব্দ করা ওই ষাঁড় গরুটি সংশ্লিষ্ট নিলাম কমিটি প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করে। এর আগে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ষাঁড়টি গরু জব্দ করা হয়।
এ সময় নিলাম কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আল শাফি, কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদসহ নিলামে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিলামে ৬ জন অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৫ শতাংশ সরকারি ট্যাক্সসহ মোট ৯১ হাজার ৫৭৮ টাকা দিয়ে ষাঁড়টি কেনেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম খান শান্তি। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ছিলেন কেন্দুয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল শেখ।
এর আগে, গত ১৮ ডিসেম্বর কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের বেপারীপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ষাঁড়ের লড়াই আয়োজনের দায়ে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ১১ ধারায় ষাঁড়টি জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, জুয়া ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।