বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিকভাবে পরিচালনা করা সম্ভব।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা ও উদ্যোগ নিয়ে পিআইবির প্রকাশিত তিনটি বইয়ের পুনঃপ্রকাশ উপলক্ষ্যে আজ সোমবার সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন উদ্যোগ, ফারাক্কা চুক্তি স্বাক্ষরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা, এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক তিনটি বইয়ের নতুন সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান সব সময় সমঝোতার রাজনীতি করতেন। তিনি নানান মত-পথকে সম্মান দিতেন। তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন তখন দেশের অর্থনীতি ছিল ভয়াবহ খারাপ। একটি ব্যর্থ রাষ্ট্রকে নিজ নেতৃত্বগুণে তিনি টেনে তুলে এনেছেন।
বিএনপির মহাসচিব আরও বলেন, এখন সুযোগ এসেছে, শহীদ জিয়ার চিন্তা ও কাজগুলোকে জনগণের কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার। নতুন প্রজন্ম তাঁর সম্পর্কে যত জানতে পারবে তত দ্রুত শিখতে পারবে যে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয়।
আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, জিয়াউর রহমান ছিলেন দলীয় সংকীর্ণতার উর্ধ্বে। রাষ্ট্রের প্রয়োজনে সততা প্রদর্শন করা এবং দুর্নীতিমুক্ত থাকা দরকার। সেটি জিয়াউর রহমান সাহেবের ছিল।
অধ্যাপক মাহবুব উল্লাহ জাতিকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা ও কাজের যে আলোচনা সেসময়ের সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, তা শুধু একটি দলের দৃষ্টিভঙ্গী ছিল না।
আমাদের যে বাংলাদেশপন্থা, তারও সূচনাকারী জিয়াউর রহমান, বলেন ফারুক ওয়াসিফ।
তিনি আরও বলেন, আমরা কোনো দেশের বিরুদ্ধের রাজনীতি করতে চাই না। বিরোধীতার রাজনীতি একটা নেগেটিভ রাজনীতি। রাজনীতি হতে হবে পজিটিভ। আমি শুধু ঘৃণার প্রচার করবো না, আমার মানুষের জন্য কী বলবার আছে? এটাই তো রাষ্ট্রের নীতি হওয়া দরকার। সেটাই তো আসলে পন্থা। সেটাই হচ্ছে সরল পথ। সেটাই হচ্ছে বাংলাদেশ পন্থা। সেই আলোচনার জন্য ইতিহাসের উপাদান হিসেবে বইগুলো থাকবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যববস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, দৈনিক দিনকাল ডিজিটালের নির্বাহী সম্পাদক আতিকুর রহমান রুমন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক প্রধান সফিকুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, এবং গবেষক ও সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চলনা করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।