জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার হাসান মাহমুদ সর্বশেষ বিপিএলে রংপুরের হয়ে খেললেও আসন্ন আসরে নাম লিখিয়েছেন নতুন দল নোয়াখালী এক্সপ্রেসে। লক্ষ্মীপুরের সন্তান হিসেবে একই অঞ্চলের একটি দলের হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই ডানহাতি পেসার।
সোমবার নোয়াখালী এক্সপ্রেসের প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে হাসান বলেন, নোয়াখালীর মতো একটি দল বিপিএলে অংশ নিচ্ছে—এটাই আনন্দের। তার ওপর সেই দলের অংশ হতে পারা তাকে আরও বেশি উৎসাহিত করেছে।
লক্ষ্মীপুর ও নোয়াখালীর ভৌগোলিক ও মানসিক সম্পর্ককে দলের জন্য বাড়তি শক্তি হিসেবেই দেখছেন তিনি। হাসানের মতে, দুই জেলার মানুষের এই সংযোগ নোয়াখালীর সমর্থন ও অনুপ্রেরণা আরও বাড়াবে।
বিপিএলকে নিজেকে নতুন করে প্রমাণ করার বড় সুযোগ মনে করছেন হাসান মাহমুদ। তার বিশ্বাস, টুর্নামেন্টে ভালো শুরু করতে পারলে এবং ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে ভবিষ্যতের বিশ্বকাপে খেলার সম্ভাবনাও তৈরি হবে।
এদিকে নিজের বোলিংয়ে আরও বৈচিত্র্য আনার দিকেও নজর দিচ্ছেন এই পেসার। ইয়র্কার ও স্লোয়ারের মতো শক্তিশালী অস্ত্রের সঙ্গে গেম সেন্স উন্নত করার কাজ করছেন বলে জানান তিনি। আসন্ন বিপিএলে ভিন্ন কিছু দেখানোর আশাবাদও ব্যক্ত করেছেন হাসান।