Image description

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাছ পরিবহনের একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে, যার মোট সিজার মূল্য প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

সকাল আনুমানিক ৬টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে বিজিবির বিশেষ টহল দল একটি মাছ পরিবহনের ট্রাক থামিয়ে তল্লাশি চালায়, এ সময় ট্রাকভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই দিন বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস পাওয়া যায় এবং উক্ত মালামাল ও যানবাহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় কসমেটিকসসহ গাড়িটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালান রোধ, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে এবং জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে, পাশাপাশি চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।