Image description

পুলিশের হাতে গ্রেফতার এড়াতে নিজ বাসার বেলকনি থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয়েছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে গুরুতর আহত রাজুকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মৃত্যু হয় তার।
রাজুর স্ত্রী সাথী জানান, বিগত ৮/১০ বছর ধরে রাজু রাজনীতি থেকে দূরে সরে আছেন। তার নামে কোনো মামলাও নেই। গত ৫ আগস্টের পর সে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কোতোয়ালি পুলিশের একটি দল বাসায় আসে রাজুর খোঁজে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দু’তলার বেলকনি থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু লাফ দিতে গিয়ে পাশের একটি বাউন্ডারি দেয়ালে বাধাগ্রস্ত হয়ে মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হন।

এদিকে, তাকে না পেয়ে পুলিশ চলে গেলে অনেকক্ষণ পর আশপাশের লোকজন রাজুকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। এরপর তাকে চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে মাথায় অস্ত্রোপচার করা হয়। শুক্রবার বিকেল ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, ‘পুলিশের গ্রেফতার অভিযান নিয়মিত বিষয়। ওই এলাকায় পুলিশের কোন টিম অভিযানে ছিল সেটি এই মুহূর্তে জানা নেই।’ রাজুর মৃত্যুর খবরও তিনি জানেন না।