Image description

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী জুলাই যুদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

তিনি বলেছেন, হাদিকে হত্যা করে ফ্যাসিবাদ বিরোধী জুলাই চেতনাকে ধ্বংস করা যাবে না। এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য লাখ লাখ হাদি এখনো বেঁচে আছে। ভিনদেশীদের আধিপত্য আর বাংলাদেশের চলবেনা। হাদির খুনিদের গ্রেফতার করে অবিলম্বে বিচার করতে হবে।

শুক্রবার বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচরে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে অত্যন্ত পরিকল্পিতভাবে হাদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হাদীরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে এরা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। হত্যা করে প্রতিবাদীদের বজ্র কন্ঠ রোধ করা যাবে না। শহীদ ওসমান হাদির আত্মত্যাগ দেশপ্রেমী নতুন প্রজন্মকে সাহস যোগাবে এবং বাংলাদেশে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে হাদী সে অমর হয়ে থাকবে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী , সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, শাইখুল হাদিস মুফতি আব্দুল হাফিজ, হাজী মনির হোসেন চেয়ারম্যান, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আবুল হাসান কাসেমী প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থী ওসমান হাদীর নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। আগামী তিন দিনের মধ্যে হাদীর খুনিদের গ্রেফতার করে বিচার করতে ব্যর্থ হলে সারা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।