Image description

বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস উল্লেখ করায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আধিপত্যবাদবিরোধী ব্যানারে কুশপুত্তলিকা পোড়ানো হয়।

শিক্ষার্থীরা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত মহান বিজয়কে অস্বীকার করার শামিল। বাংলাদেশের ওপর হস্তক্ষেপ মেনে নিবে না ছাত্র সমাজ। অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে কঠোর কূটনৈতিক বার্তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এর আগে, ১৬ ডিসেম্বরকে 'ভারতের ঐতিহাসিক বিজয়' হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি তিনি। এরপরই ফুঁসে উঠে বাংলাদেশের মানুষ।