চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে দেয়ালে চিকা লেখার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতাকর্মীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল, যুবদল, বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের বৈধতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফটিকছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেয়াল লেখা অবস্থায় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম।
আটককৃতরা হলেন- ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সহ-সভাপতি ও ধুরুং এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের পুত্র মো. তারেক হোসেন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের পুত্র মো. আকরাম হোসেন (২৪), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোয়াজ্জল আহম্মদের পুত্র মো. বেলাল উদ্দিন (৫৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা পরিষদ মসজিদের দেয়াল এবং পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় দেয়ালে স্লোগান লিখছিলেন। এ সময় ছাত্রদল, যুবদল, বিএনপি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানা হেফাজতে নিয়ে যায়।
যুবদল নেতা রাসেল বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগে কিভাবে দিনদুপুরে এমন কাজ করতে পারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা? ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানাই।
ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম বলেন, অবৈধ দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।