রাজনৈতিক দ্বন্দ্ব যারা এই দেশের বাইরে নিয়েছে তাদের হুঁশিয়ার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, লাশ পড়লে লাশ নেবো।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব ও বাংলাদেশ আক্রান্ত হয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে তার পদে থাকতে পারে না।
তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে সাংস্কৃতিক ও বিভিন্ন পেশায় কুক্ষিগত করেছে। হাদির গুলির পর সবাই চুপ করে আছে। রাজনৈতিক দ্বন্দ্ব যারা এই দেশের বাইরে নিয়েছে তাদের হুঁশিয়ার করছি। লাশ পড়লে লাশ নেবো।
এনসিপির আহ্বায়ক বলেন, সুশীলতা করে লাভ নাই। ভারত থেকে সন্ত্রাস চালালে আমরা বরদাস্ত করবো না। আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য হাদির উপর আক্রমণ করা হয়েছে