Image description

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা মো. হেলালের ইটের আঘাতে চাচা আবুল কালাম (৫৭) নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরাগরগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার ফজলে রহমান ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ওই বাড়ির ফজলে রহমানের ৪র্থ সন্তান এবং অভিযুক্ত মো. হেলাল (৩৭) নিহত আবুল কালামের বড় ভাই মৃত তাহের আহম্মদের ছেলে। আবুল কালাম ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং ভাতিজা মো. হেলাল জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে জায়গা মাপার কথা ছিল। তার আগে চাচা আবুল কালামের সঙ্গে ভাতিজা মো. হেলাল বাকবিণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ভাতিজা ইট দিয়ে চাচার মুখ থেঁতলে দেয়। এতে চাচা আবুল কালাম গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ভাতিজা হেলাল পলাতক রয়েছেন।

নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, সোমবার সকালে জায়গা মাপার কথা ছিল। মূলত জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আমি ঘরে ছিলাম, পরে শুনতে পাই চাচা-ভাতিজার মারামারি হয়েছে। দৌড়ে গিয়ে দেখি ভাইয়ের অবস্থা খারাপ। তাকে উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে তাকে পাঠিয়ে দেওয়া হয়। দুপুর ১টার দিকে ভাই মারা যায়। তিনি আরও বলেন, আমার বড় ভাইয়ের ছেলে হেলাল কেন এমন করল কিছুই বুঝে উঠতে পারছি না।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক চিকিৎসক রাখী বণিক বলেন, সকাল ৯টায় গুরুতর আহত অবস্থায় আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, নিহত আবুল কালাম এ ওয়ার্ডের বিএনপির সিনিয়র নেতা ছিলেন। তিনি প্রায় সময় আমাদের বলতেন, তার জামাত সমর্থক ভাতিজা জমির বিষয়ে তাকে হুমকি দিয়ে আসছে। আমরা এ বিষয় নিয়ে বসার কথা ছিল। তার আগে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা এই হত্যার বিচার চাই।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি নাজমুল হক বলেন, জমি নিয়ে বিরোধের জেরে জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় সোমবার সকালে ভাতিজা মো. হেলালের ইটের আঘাতে চাচা আবুল কালাম (৫৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হেলাল পলাতক রয়েছে। তাকে আটকের অভিযান চলছে। তবে এখন পর্যন্ত নিহত আবুল কালামের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।