বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাহিনের বাবা বিষয়টি নিশ্চিত করেন।
মাহিন একই উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে এবং তালীমুস সুন্নাহ মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।
ফুয়াদের দাদা এম রহমান মজনু জানান, গত রোববার সকালে বাড়িতে খেঁজুরের কাঁচা রস পান করার পর মাহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর দু‘বার বমি হলে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দিলে এনায়েতপুর নেয়ার পর রাত ১০টার দিকে শিশু মাহিম মারা যায়।
সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহিম আলী জানান, বিষয়টি তাদের জানা নেই। শীত মৌসুমে কাঁচা খেঁজুরের রস পান করার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।