Image description

রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনকে উসকানি দেয়ার অভিযোগের গ্রেপ্তার দেখানো হবে সাংবাদিক আনিস আলমগীরকে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত সোয়া আটটায় তার ডিবিতে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

শীর্ষনিউজ