Image description
 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং সিম কার্ড বদলের কারণে তার অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না।

 

ডিএমপির মতিঝিল জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে অভিযুক্ত এখনো দেশ ছাড়তে পারেননি। 

পুলিশ সূত্রমতে, অভিযুক্তের বাসাসহ অন্তত পাঁচটি সম্ভাব্য অবস্থান শনাক্ত করা হলেও কোনো জায়গাতেই তাকে পাওয়া যায়নি। তিনি একাধিক মোবাইল ফোন ও সিম ব্যবহার করছিলেন এবং ঘন ঘন নম্বর পরিবর্তন করছিলেন, যা তদন্তে জটিলতা সৃষ্টি করছে।

 

ডিএমপি জানিয়েছে, এসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান অব্যাহত থাকলেও সর্বশেষ পর্যন্ত তার নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করা যায়নি। আজও নতুন কোনো কার্যকর তথ্য পাওয়া যায়নি। ডিএমপির পাশাপাশি র‍্যাব, ডিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে এই তদন্ত কাজ করছে।

 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, গুলিবিদ্ধ হাদির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ জানান, ভুক্তভোগীর পরিবার আহত অবস্থায় হাসপাতালে থাকায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।

কমিশনার জানান, মামলায় মোটরসাইকেল চালক এবং পেছনে বসে গুলি চালানো ব্যক্তিকে আসামি করা হবে।

এর আগে ডিএমপি কমিশনার শনিবার সকালে গণমাধ্যমকে জানিয়েছিলেন, অভিযুক্ত প্রধান ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে কতজন জড়িত তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।