Image description
 

ঢাকার কেরানীগঞ্জের আগানগরে অবস্থিত জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

 

শনিবার ভোর আনুমানিক সকাল ৫টা ৩০ মিনিটে ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়লে পুরো ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন ডাইরেক্টর তাইজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভবনের ভেতরে এখনো ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতা থাকায় উদ্ধার ও নির্বাপণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

 

তিনি বলেন, ভবনের ভেতরে মজুত থাকা বিপুল পরিমাণ জুটজাত দাহ্য বস্তু থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পরিস্থিতির অবনতি হলে আরও ১০টি ইউনিট যুক্ত করা হয়। সব মিলিয়ে বর্তমানে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন,“সকাল ৫টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।”
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।