ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য মাথায় গুলি করা যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় অস্ত্র আইনের ১৯/১৯(ক) ধারায় একটি মামলা রয়েছে। মামলা নং০৭, তারিখ ০৮/১১/২০২৪।
ওই মামলায় ফয়সাল করিম মাসুদ ১৬/০২/২০২৫ তারিখে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে জামিন লাভ করেন। জামিন শুনানিতে তার পক্ষে অংশ নেন অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান। বর্তমানে মামলাটি ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর ডিগ্রি কলেজের পাশে। তার বাবার নাম হুমায়ুন কবির এবং মায়ের নাম হাসি বেগম।
উল্লেখ্য, ঘটনার দিন দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য মাথায় গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাড়ি বাউফলে হলেও তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ঢাকা আদাবর থানা ছাত্রলীগের সহসভাপতি।
অভিযুক্তের বাড়ি বাউফলে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।