Image description
 

সকালটা ছিল অন্য রকম। বন্দরের সিমেন্ট ক্রসিং, ৩৯ নম্বর ওয়ার্ডের পরিচিত ব্যস্ত সড়ক হঠাৎই যেন রঙ বদলে নিল। চারদিকে শুধু নীল, আর নীল। নীল টি-শার্টে মোড়া এক অদ্ভুত তরঙ্গ পুরো এলাকাজুড়ে ঢেউ তুলছিল। দূর থেকেই মনে হচ্ছিল, একটি স্রোত এগিয়ে আসছে। কাছে যেতেই বোঝা গেল-এটা শুধু মিছিল নয়; এটা এক ধরনের শক্তির প্রদর্শন, পরিচয়ের ঘোষণা, আর অদৃশ্যভাবে সংগঠিত একটি তরুণ প্রজন্মের উপস্থিতি।

 

দাঁড়িপাল্লা চিহ্নযুক্ত নীল শার্ট পরে এদিন ‘ইয়ুথ ইউনিটি রান উইথ শফিউল আলম’ আয়োজন ঘিরে জমায়েত হয়েছিল হাজারো তরুণ। দাঁড়িপাল্লা, যা জামায়াত ইসলামীর নির্বাচনের প্রতীক-তা এদিন দৃশ্যতই এক কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে ছিল। একেকজনের বুকের ওপর লেখা স্লোগান আর প্রতীকের সামনে মনে হচ্ছিল, যেন একটি রাজনৈতিক প্রবাহ উৎসবে পরিণত হয়েছে।

 

বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় জমায়েত। কেউ এসেছে দল বেঁধে, কেউ এসেছে পরিবারের সঙ্গে, আবার কেউ এসেছে শুধু কৌতূহল নিয়ে। কিন্তু সবার গায়ে একই রঙ-একই প্রতীক। সেই প্রতীকের শক্তি চোখে পড়ার মতো। মিছিলের মাঝামাঝি অংশে ছিল প্ল্যাকার্ড আর স্লোগান। তাদের হাঁটার ছন্দে ধুলোমাখা রাস্তাও যেন কাঁপছিল।

চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলমও উপস্থিত ছিলেন পুরো সময়জুড়ে। তরুণদের সঙ্গে হাঁটলেন, হাত নেড়ে অভিবাদন জানালেন। তিনি বললেন, যুবসমাজের ইতিবাচক শক্তিই আমাদের উন্নয়নের বড় ভিত্তি। সবাই যদি একসঙ্গে কাজ করি, এই এলাকার চেহারা বদলে যাবে। দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে ছিল আশাবাদ, রাজনৈতিক মেসেজ এবং যুবসমাজকে পাশে পাওয়ার এক ধরনের দৃশ্যমান স্বস্তি।

মজার ব্যাপার হলো মিছিলটি রাজনৈতিক হলেও পুরো পরিবেশটি ছিল উৎসবমুখর। কেউ লাইভ দিচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ বিভিন্ন তালে হালকা নাচছে। আবার অনেকে দাঁড়িয়ে শুধু দেখছিলেন, কীভাবে প্রতীকের শক্তিতে রঙিন হয়ে উঠতে পারে একটি সকাল।

স্থানীয় আব্দুর করিম, ফয়সাল আহমেদসহ অনেকে বললেন, এত বড় জমায়েত তারা অনেক দিন দেখেননি। বিশেষ করে দাঁড়িপাল্লা প্রতীকের এমন প্রকাশ্য ও সংগঠিত শক্তি-এলাকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ফিসফিস করে বলছিলেন, এটা কি ভোটের মাঠের প্রস্তুতি? কেউ বলছিলেন, তরুণরা আজ বড় শক্তি, তারা যেদিকে যাবে, বাতাসও হয়তো সেদিকে বইবে।

সিমেন্ট ক্রসিংয়ের ওপরে ফ্লাইওভার, নিচ দিয়ে ধুলা উড়ছে, আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নীল সমুদ্রের মতো এক মিছিল-দৃশ্যটি ছিল সিনেমার মতো। সূর্যের আলো এসে পড়ছিল টি-শার্টগুলোতে, যেন আকাশ থেকে নীল রঙ ছিটিয়ে দেওয়া হয়েছে। মিছিল শেষ হওয়ার পরও অনেক তরুণ রয়ে যায় সড়কের বিভিন্ন স্থানে। কেউ কথা বলছিল রাজনীতি নিয়ে, কেউ উন্নয়ন নিয়ে, কেউবা শুধু মজা করছিল দিনের উত্তেজনা ধরে রাখার জন্য।