বিভিন্ন দেশের ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশ দেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেক। এটা একটা জালিয়াতির সমুদ্র বলা চলে। এত ব্যাপক হারে জালিয়াতি হচ্ছে, বাংলাদেশের সুনাম বিভিন্ন দেশে নষ্ট হচ্ছে। আমাদের দেশের একটা বড় জালিয়াত চক্র, অনেক মানুষকে ঠকাচ্ছে, ঠকিয়ে ভিসাও জালিয়াতি করছে। এর ফলে অনেক দেশে আমাদের নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে। জালিয়াতিকে কীভাবে রোধ করা যায়, সেই বিষয়ে আজকে প্রধান উপদেষ্টা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, যাতে এই বিষয়ে একটি আলাদা আইন করা হয়।
প্রেস সচিব বলেন, খুব জরুরি ভিত্তিতে এই আইন করা হবে, যাতে বাংলাদেশে অনলাইনে বা এআই সফটওয়্যার ব্যবহার করে যারা জালিয়াতি করছে, তাদের বিষয়ে সুস্পষ্ট শাস্তি থাকে, যত রকম ব্যবস্থা নেওয়া যায়, সেগুলো যেন আইনে থাকে।
ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিলো বাংলাদেশ ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনেডাকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। আজকে উপদেষ্টা পরিষদ এটার অনুমোদন দিয়েছে। গ্রেনাডা অনেক আন্তর্জাতিক ফোরামের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যাতে আরও গভীর হয়, এজন্য এই স্বীকৃতির মাধ্যমে আমরা আশা করছি আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারব।
গ্রেনাডা লেসার অ্যান্টিলিসের উত্তর-দক্ষিণ বৃত্তের দক্ষিণতম দ্বীপ, যা ভেনিজুয়েলার উপক‚ল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কি.মি.) উত্তরে পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। ডিম্বাকৃতির আকারে দ্বীপটি প্রায় ২১ মাইল (৩৪ কি.মি.) দীর্ঘ এবং ১২ মাইল (১৯ কিমি) প্রশস্ত। ১৯৭৪ সালে গ্রেনাডা কমনওয়েলথের মধ্যে স্বাধীনতা অর্জন করে এবং জাতিসংঘের সদস্যপদ অর্জন করে। ওয়েস্ট ইন্ডিজ অ্যাসোসিয়েটেড ছয়টি রাজ্যের মধ্যে এটি প্রথম ছিল
বেআইনি আন্দোলন করলে কঠোর হবে সরকার তফসিল ঘোষণার পর বেআইনিভাবে আন্দোলন করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট একটা নির্দেশনা এসেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা আন্দোলন, বেআইনিভাবে দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামবেন, পুরা বিষয়টা কঠোরভাবে দমন করা হবে। পুরা জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি, কেউ আসলে অনেক গ্রুপই অপেক্ষা করতে চাচ্ছে না। তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও অনেক ধরনের আন্দোলনের চেষ্টা করছে। সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, এই বিষয়টা কঠোর হাতে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় আনা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদের অনুরোধ করব, পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে কথা বলবেন। তারা আপনাদের গত ছয় মাস বা ছয় বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা পরিসংখ্যান দেবেন এবং আমরা যা পরিসংখ্যান দেখছি এবং আমরা দেখছি যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।
শফিকুল আলম বলেন, আমরা আশা করছি এবং সে বিষয়ে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, আনসারদের ট্রেনিং শেষ পর্যায় বা শেষ হয়ে গেছে। বডি ক্যামেরা কীভাবে চালাতে হয়, সে নিয়ে ট্রেনিং হচ্ছে। সিসিটিভি নিয়ে ট্রেনিং হচ্ছে। মাঠ পর্যায়ের পদায়ন অলরেডি হয়ে গেছে। ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন হয়েছে। আমরা বিশ্বাস করি, জাতিকে যে কথাটা প্রধান উপদেষ্টা বারবার বলছেন, একটা সুন্দর গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবে।
আন্দোলন নিয়ে গোয়েন্দা তথ্য আছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, এই সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা দেখছি, গত ১৬ মাসে ২ হাজার আন্দোলন হয়েছে। এই সরকারের একটা সিদ্ধান্ত ছিল, এগুলোকে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা। এ জন্য এই ২ হাজার আন্দোলনের ক্ষেত্রে একবারও কোনো বুলেট ছোড়া হয়নি। কোনো রাবার বুলেট পর্যন্ত নিক্ষেপ করা হয়নি। খুব রেয়ার ক্ষেত্রে টিয়ার গ্যাস মারা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তোবা গরম একটু পানি বা কিছু কিছু ক্ষেত্রে লাঠিচার্জ, মৃদু লাঠিচার্জ, এর বাইরে কিছু হয়নি।
তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। আপনি যদি আগে আমাদের ক্রাউড কন্ট্রোল প্রস্তুতিগুলো দেখেন, যেভাবে সৈরাচাররা করেছেন বা তারও আগে আপনি যদি দেখেন, তার থেকে আমরা বলব যে, আমরা যে ইউএন যেগুলো প্রটোকল আছে আপনার ক্রাউড কন্ট্রোলের যেগুলো প্রস্তুতি আছে, সেগুলোকেই আমাদের পুলিশ প্রয়োগ করার চেষ্টা করেছে।
পদত্যাগী দুই উপদেষ্টার সম্মানে মধ্যাহ্নভোজ সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আয়োজিত মধ্যাহ্নভোজের পর উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন বিদায়ী দুই তরুণ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও তাদের দুইজনের সঙ্গে ছবি তোলেন।
মাইলস্টোনে নিহত পরিবারকে ২০ লাখ টাকা দেবে সরকার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ২০ লাখ টাকা এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেবে সরকার। এছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসা অব্যাহত রাখা হবে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মাইলস্টোনে যারা মারা গেছেন তাদের পরিবারকে ২০ লাখ টাকা এককালীন এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া আহতদের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া হবে।
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া এবং বিমানের পাইলটসহ ৩৬ জন মারা যান। এছাড়া এ ঘটনায় দগ্ধ হয়েছেন অনেকে।