Image description
 

সরকার থেকে পদত্যাগের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে শেষ ক্যাবিনেট সভায় অংশ নেন আসিফ মাহমুদ। বৈঠক শেষে বের হয়ে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি অনুভূতিপূর্ণ স্ট্যাটাস শেয়ার করেন।

 

তিনি লেখেন, গত ১৬ মাসে তিনি অনেক কিছু শিখেছেন এবং সর্বোচ্চ চেষ্টা করে দায়িত্ব পালন করেছেন। তাঁর ভাষায়, বাধা, হুমকি ও নানা রকম চাপের মধ্যেও তিনি নিজের কাজের জায়গায় দৃঢ় থাকার চেষ্টা করেছেন।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, জুলাইয়ের গণ–অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, সেই বিশ্বাস থেকেই তিনি দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। বিভিন্ন উদ্যোগ ও কাজ প্রশংসা পেলেও সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তিনি ইঙ্গিত করে জানান, জনগণ যে ফলাফল দেখেছে, তার পেছনের বাস্তবায়ন প্রক্রিয়া ছিল অনেক কঠিন।

 

তিনি আরও উল্লেখ করেন, নীতি ও ন্যায়পরায়ণতার পথে কাজ করতে গিয়ে অনেক ক্ষমতাধর ব্যক্তি ও গোষ্ঠীর বিরোধিতা মোকাবিলা করতে হয়েছে। এর কারণে প্রতিশোধ নেওয়ার চেষ্টা ও চাপের মুখেও পড়েছেন—এবং ভবিষ্যতেও এমন পরিস্থিতি আসতে পারে বলে আশঙ্কা করছেন।

 

তবুও জনগণের ভালোবাসা তাঁকে শক্তি দেয় উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এসব হুমকি এখন আর তাঁকে ভয় দেখাতে পারে না। তাঁর কথায়, “আমার শক্তি আমার জনগণ।”