Image description
 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ল্যান্ডিং একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দেওয়া হয়েছিল।  তবে সেই অনুমতি বাতিল করেছে তারা। অর্থাৎ মঙ্গলবার খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন না।

 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠাচ্ছি।

 

রবিবার (৭ ডিসেম্বর) জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমোদন নিয়েছিল।

 

এর আগে রবিবার রাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, আগের চেয়ে ম্যাডাম (খালেদা জিয়া) সুস্থ আছেন। আমরা চেষ্টা করছি দেশেই চিকিৎসা দিতে। আমাদের বিশ্বাস তিনি দেশের চিকিৎসায় সেরে উঠবেন। উনার অবস্থা এর চেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল। তখনও সেরে ওঠেছিলেন। দোয়া রাখেন, লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। ম্যাডামের স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে রবিবার। সেগুলোর রেজাল্টও ভালো এসেছে। 

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শনিবার জানিয়েছিলেন, দীর্ঘ সময়ের বিমান ভ্রমণের জন্য খালেদা জিয়া শারীরিকভাবে এখনও পুরোপুরি সক্ষম নন। তার শারীরিক অবস্থার উন্নতি অনুযায়ীই বিদেশে পাঠানোর বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছেন।