Image description
 

আগামী বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।

 

সোমবার ইসির জনসংযোগ শাখা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচারের জন্য কমিশন প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।

 

ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এই দিনই সিইসি সহ ফুল কমিশন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন। ইসি কর্মকর্তারা মনে করছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেবেন সিইসি। ভাষণটি রেকর্ডের পরপরই প্রচার করা হতে পারে।

 

এছাড়াও, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।