আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মঞ্চ ২৪ এবং জাগ্রত জুলাই আয়োজিত গনসমাবেশে বক্তারা অভিযোগ করেন যে দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যক্তিত্ব ও আন্দোলন নিয়ে প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি। সত্যিকারের ইতিহাস জানার সুযোগ সৃষ্টি হলে জাতি আরও স্বাধীনচেতা, গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনীতির পথে এগিয়ে যেতে সক্ষম হবে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান।
তিনি বলেন, “সবাই মিলে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবো। দুর্নীতি ও বিভাজনমুক্ত এক বাংলাদেশই আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত।
আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করে মঞ্চ ২৪ ও জাগ্রত জুলাই
অনুষ্ঠানটি পরিচালনা করেন মঞ্চ ২৪-এর আহবায়ক ফাহিম ফারুকী
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা:
* অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান
*লে কর্ণেল হাসিনুর রহমান (বীর প্রতীক)
* অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ
* অবসরপ্রাপ্ত মেজর শাহিন
* ডাকসু নেতা এবি জুবায়ের
* অন্যান্য অতিথিবৃন্দ
অনুষ্ঠানে মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, “বিচার এবং কাঠামোগত রাজনৈতিক সংস্কার ছাড়া ২০২৬ সালে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
তিনি জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করে নির্বাচনে আসার সকল পথ বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে, মঞ্চ ২৪ এবং জাগ্রত জুলাই- ‘৬ দাবি পেশ করেন,
অনুষ্ঠানে জাগ্রত জুলাই-এর আহ্বায়ক বোরহান মাহমুদ নিম্নোক্ত দাবিগুলো উপস্থাপন করেন—
০১। বাকশালের সঙ্গে জড়িত সব রাজনৈতিক দল ও সংগঠনকে জবাবদিহির আওতায় আনতে হবে।
০২। শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা দল-সংগঠনগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
০৪। শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত তৎকালীন প্রশাসন এবং সংশ্লিষ্ট বাহিনী প্রধানদের বিচার করতে হবে।
০৫। শাপলা চত্বরে নিহত ও আহত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে; প্রয়োজন হলে গুলিস্তানে থাকা একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় বিক্রি করে ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি তোলা হয়।
০৬। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে অনিয়ম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জড়িত দলসমূহের বিচার করতে হবে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা ভবিষ্যৎ নির্বাচনে অংশ নিতে পারবে না।
০৭।সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার দায়ে প্রতিবেশী রাষ্ট্রকে আন্তর্জাতিক জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।
অনুষ্ঠানের বক্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণআন্দোলন ও গণজাগরণ অব্যাহত থাকবে।