Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ভারত সরকার পর্যালোচনা করে দেখছে। আমরা তাদেরকে বারবার বলছি তাকে ফেরত দেওয়ার জন্য। তবে দেশটি তাদের প্রত্যর্পণ প্রক্রিয়া বা আইন অনুযায়ী বিষয়টি কীভাবে দেখবে, সেটি তাদের ব্যাপার। এ বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অনড় আছি।’

নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে।’

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘দেশের অন্য অঞ্চলের চেয়ে উত্তরাঞ্চল অনেকটা পিছিয়ে আছে। এই উন্নয়ন বৈষম্য যাতে দ্রুত কমানো যায়, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। রংপুরকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের নানা পরিকল্পনা রয়েছে। আমাদের রেখে যাওয়া পরিকল্পনাগুলো পরবর্তী নির্বাচিত সরকার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে বলে আশা করি।’

এ সময় তিনি জানান, নীলফামারীতে চীনের সহায়তায় একটি হাসপাতাল নির্মাণ করা হবে, যা পুরো রংপুর অঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা দেবে। এছাড়া রংপুরে কর্মসংস্থানসহ যেসব সমস্যা আছে, তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।

চার দিনের সফরে রংপুর ও নীলফামারীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন পররাষ্ট্র উপদেষ্টা।