Image description

নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা সার জব্দ করেছে পত্নীতলা উপজেলা কৃষি অফিস। বুধবার সন্ধ্যায় উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দাপাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়। 

সৈনিক ট্রেডার্স এর সত্ত্বাধিকারী শিহাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।

স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা যায়- সিরাজুল ইসলাম একজন ব্যবসায়ী। বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে অবৈধভাবে ডিএপি সার মজুত করছিলেন। বিপুল পরিমাণ সার মজুত করার খবর পেয়ে উপজেলা কৃষি অফিস অভিযান চালিয়ে ১৪৯ বস্তা সার উদ্ধার করে।

এ বিষয়ে বিএনপি নেতা সিরাজুল মণ্ডল বলেন, ‘আমি একজন খুচরা সার ব্যবসায়ী। আমার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে আছে। তবে ডিএপি সার নেই। আর এখানে যেসব সারের ডিলার আছেন তাদের কাছে সার পাওয়া যায় না। নওগাঁর নয়ন শীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ডিএপি সারগুলো আমার গুদামে নিয়ে আসছিলাম। পরে কৃষি অফিস সারগুলো জব্দ করে নিয়ে যায়।’

উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন, উদ্ধার হওয়া সার উপজেলার একটি গুদামে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, কোথা থেকে সার আসছে তা জানা গেলে নিষ্পত্তি করা সহজ হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।