ডাক বিভাগের মাধ্যমে ফ্রান্সের প্যারিসে বুকিং দিয়ে রফতানির সময় ৪ হাজার পিস ইয়াবা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যদের স্ক্রিনিংয়ের সময় এসব ইয়াবা ধরা পড়ে।
বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, রাত ১২টার দিকে কর্তব্যরত এভসেক সদস্য হ্যাঙ্গার গেট-৮ এ রফতানি কার্গোর নিরাপত্তা তল্লাশি চলানোর সময় ডাক বিভাগের মাধ্যমে রফতানি করা মালামালের ভেতরে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট শনাক্ত করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে জানানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেয়।