রাজধানীর শাহবাগে বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘গানের আর্তনাদ’ শীর্ষক কর্মসূচি। এটি আয়োজন করেছিল ‘সম্প্রীতি যাত্রা’, যা লেখক, শিল্পী, অধিকারকর্মী ও বামপন্থী রাজনৈতিক কর্মীদের একটি প্ল্যাটফর্ম।
কর্মসূচি শুরু হয় বিকেল সাড়ে চারটায় জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ থেকে। স্বাগত বক্তব্য দেন শিল্পী অরূপ রাহী, এরপর বক্তব্যের জন্য আহ্বান করা হয় শিল্পী কৃষ্ণকলি ইসলামকে। কিন্তু এরই মধ্যে জুলাই মঞ্চ নামের একটি সংগঠনের ২০–২৫ জন নেতা-কর্মী মিছিল নিয়ে কর্মসূচির মঞ্চে উপস্থিত হন। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ সহ বিভিন্ন স্লোগান দেয় এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবির বিরোধিতা করে মাইক থেকে বক্তব্য প্রদান করে। একপর্যায়ে তারা ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে হামলা চালান।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা সৃষ্টি হয়। জুলাই মঞ্চের কর্মীরা ‘গানের আর্তনাদ’ কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চের বাঁশ টানাটানি করলে মঞ্চের পেছনে টাঙানো ব্যানার ভেঙে যায়। এরপর সম্প্রীতি যাত্রার কর্মীরা ব্যানারটি পুনঃস্থাপন করেন। দুই পক্ষের নেতাকর্মীরা একে অপরকে সরানোর চেষ্টা করতে থাকেন এবং ধাক্কাধাক্কির মধ্য দিয়ে জুলাই মঞ্চের মাইক রিকশা পড়ে যায়। কিছুক্ষণ পর জুলাই মঞ্চের কর্মীরা সেখান থেকে সরে যান।
এরপর গানের আর্তনাদ কর্মসূচি পুনরায় শুরু হয়। আলোচনা পর্ব শেষে কর্মসূচির অংশগ্রহণকারীরা বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল বের করেন।
পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আটক করে পুলিশ। তার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধনের প্রস্তুতি নেওয়া বাউলদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে ছিলেন ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানারে থাকা একদল ব্যক্তি।
বাউলদের ওপর হামলার ঘটনা শুধু মানিকগঞ্জেই সীমাবদ্ধ হয়নি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। গত বুধবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় আবারও ‘তৌহিদি জনতা’ ব্যানারে হামলা চালানো হয়।
এই ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও আবুল সরকারের মুক্তি দাবিতে বিবৃতি প্রদান করেছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মানিকগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।