ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের বাড়িতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। যদিও মানিকগঞ্জের সাটুরিয়ার বাড়িটিতে শুনশান নীরবতা বিরাজ করছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে আবুল সরকারের বাড়িতে দেখা যায়, মূল ফটকে এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারা জানান, গতকাল থেকেই বাড়িটিতে বাড়তি নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, চারতলা বাড়িটির একটি কক্ষে আবুল সরকারে মা ও আরেকটি কক্ষে তার ভাতিজা বসবাস করেন। আবুল সরকার তার স্ত্রী সন্তানসহ ঢাকার মিরপুরে বসবাস করেন। বছরের বিভিন্ন সময় বাড়িতে আসেন তারা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তার বাড়িতে ওরস অনুষ্ঠিত হয়। ওই সময় ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে ১৯ নভেম্বর পর্যন্ত। গত রবিবার পরিবারের সদস্যরা বাড়িতে এলেও সকালেই মানিকগঞ্জে চলে যান। আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনার পর পরিবারের কেউই বাড়িটিতে আসেননি।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আবুল সরকারের একজন ভাতিজা বলেন, “এমনিতেও সারা বছর বাড়িটি ফাঁকা থাকে। গতকাল কিছু লোকজন এলেও দুপুরের পর থেকে আজ বাড়িতে কেউই আসেননি৷ স্থানীয় এক দুইজন ভক্ত বাড়িটির দেখভাল করতে এলেও দীর্ঘ সময় অবস্থান করছেন না।”
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, “একটা পরিস্থিতি তৈরি হওয়ার জেরে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকায় এমনিতেও পুলিশের একটি টিম সবসময় থাকে, তারাই ওখানে নিরাপত্তা দিচ্ছে। যতদিন পর্যন্ত প্রয়োজন মনে হয়, নিরাপত্তা বহাল থাকবে।”