হঠাৎ একটি ছবিতে দেখা গেলো ঢাকায় থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন। তার দূতাবাসের সহকর্মীরাও ভিন্ন পোশাকে মুখে মাস্ক। দেখা গেলো সবাই কালো পোশাকে, দূতাবাসে পরিষ্কার অভিযান চলছে। সবাই মিলে পরিষ্কার করছেন দূতাবাস প্রাঙ্গণ। গত ২০ নভেম্বর দূতাবাসের ভেতরে এমন পরিষ্কার অভিযান চালান থাই রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা।
পরিষ্কার অভিযান চালান থাই রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা
গর ২৪ অক্টোবর থাইল্যান্ডের রাণী সিরিকিতের প্রয়াণের পরে তাকে স্মরণ করে উৎসর্গ করা একটি পরিষ্কার এবং ল্যান্ডস্কেপিং কার্যক্রমের আয়োজন করেছিলেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত।
থাই দূতাবাস জানায়, এই কার্যক্রমের মধ্যে রয়েছে দূতাবাসের স্টোরের জিনিসপত্র গুছিয়ে রাখা এবং পরিবেশের উন্নতি ও সৌন্দর্যের জন্য দূতাবাস ভবন এবং এর আশেপাশের এলাকা পরিষ্কার করা।