ঢাকার কদমতলীর জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
আহত ৩১ বছর বয়সী মোহাম্মদ শাহীন কদমতলী এলাকায় আসবাবপত্রের দোকানে কাজ করেন।
চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই যুবকের অবস্থা ‘আশঙ্কাজনক’, তার চিকিৎসা চলছে।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাফায়েত হোসেন বলেন, “ধারণা করা হচ্ছে মাদকের কারবার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে শাহীনকে গুলি করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। উভয় পক্ষই এলাকায় মাদকের কারবার ও সেবনের সঙ্গে জড়িত। পূর্বশত্রুতার জেরে গুলির ঘটনাটি ঘটেছে।”
গুলিবিদ্ধ শাহীনকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোহাম্মদ মোহন বলেন, “সন্ধ্যার দিকে কে বা কারা জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় তাকে (শাহীন) লক্ষ্য করে মাথার পিছনে গুলি করে পালিয়ে যায়।”