Image description

সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলারের দাম  বেড়েছে ১০ পয়সা। তবে স্থিতিশীল ছিল অন্যান্য বিদেশি মুদ্রার দাম। 

এনসিসি ব্যাংকের তথ্যমতে সপ্তাহ জুড়ে মার্কিন ডলার লেনদেন হয়েছে ১২২ টাকা ৮০ পয়সায়। 

এদিকে রোববার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ ১৬৪ টাকা ২৪ পয়সায়। সর্বনিম্ন দর ছিলো বৃহস্পতিবার  ১৬২ টাকা ৬১ পয়সায়। রবিবার  ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে  ১৪৪  টাকা ৯০ পয়সা দরে। সর্বনিম্ন দর ছিলো বৃহস্পতিবার  ১৪৩ টাকা ৫১ পয়সা। তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়মূল্যে।রোববার সর্ব্বোচ্চ দর ছিল ৮০ টাকা ২৯ পয়সা। ৭৯ টাকা ৫৬ পয়সা সর্ব্বনিম্ন ছিল মুদ্রাটি। আর সপ্তাহজুড়েই  ২৯ টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। 

 প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর। রোববার সর্বোচ্চ ৯৬ টাকা ৭ পয়সায় হাতবদল হয় মুদ্রাটি। বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিলো ৯৫ টাকা ৩৬ পয়সা । 

পরিবর্তন আসেনি সৌদি রিয়ালের দরে। ৩২ টাকা ৭৫ পয়সা দরে  লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার বুধবার সর্বোচ্চ লেনদেন হয় ৮৭ টাকা ৭৫ পয়সা দরে। সর্বনিম্ন দর ছিলো বৃহস্পতিবার  ৮৭ টাকা ৩৫ পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৩৯ পয়সা।