Image description
 

দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্পে আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢামেকের জরুরি বিভাগে পৌঁছান।

 

হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী, নরসিংদীর ঘটনায় নিহত শিশুর পরিবারসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাসপাতালে ৩৯ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনকে ভর্তি রাখা হয়েছে এবং ভূমিকম্পে আহত এক শিশুর মৃত্যু হয়েছে।

 

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনায় রাজধানীর বংশালের কোশাইতলীতে ৫তলা ভবনের রেলিং পরে শিশু ও শিক্ষার্থীসহ ৩ জন পথচারী নিহত হয়েছেন।